আজ, , ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে মতবিনিময় ও সংবর্ধনায় দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সবার সহযোগিতা চাই- জয়নাল আবেদীন «» জগন্নাথপুরে ইয়াবা ও গাঁজাসহ পৃথক অভিযানে গ্রেফতার- ৪ «» জমিয়তকে এগিয়ে নিতে প্রতিটি স্তরে আরো জনপ্রতিনিধি তৈরী করতে হবে মাওঃ জয়নাল আবেদীন «» ছাত্র মজলিস বড়লেখায় ছাত্র সমাবেশে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সংযুক্তি করার জোর দাবি- সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম «» তিন পর্বে বিশ্ব ইজতেমা, দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ «» নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি «» জগন্নাথপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার- ২ «» মোঃ আব্দুর রউফ: আজীবন শিক্ষক «» শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন «» জগন্নাথপুরে ইসলামপুর মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন: গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ





বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের হাসপাতালের

ডেস্ক রিপোর্ট :: ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকতার জেএন রায় হাসপাতাল। হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত পিটিআইকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জে এন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসাসেবা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে, তার জেরেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারতবিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলোও বাংলাদেশের রোগীদের ব্যাপারে একই সিদ্ধান্তে আসবে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরাইলের পতাকার নকশা এঁকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আরএসটিইউ), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনএসটিইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) টিএসসি ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে। এর আগে ইসরাইলের পতাকা এঁকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইসকন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে। মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা শুরু করেন। এর মধ্যেই বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা করল জেএন হাসপাতাল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এখানে ক্লিক করে শেয়ার করুণ