কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
শালার বেটার ইলিম আছে আমল নেই,
চেচরা খাসলত দেখতে ফকির বুধাই।
বাস্তবিক দুনিয়াধারী ধনী,
কাজে কর্মে প্রমাণ মিলে ফকিন্নী।
চাকুরী করে যা মায়না পায় তা হারাম,
কর্তব্য কাজে অবহেলা ডিউটি ঠিকমত না করে করে আরাম।
শালার বেটার আন্ডারে যারা চাকুরী করে অধিকাংশ ফাঁকিবাজ,
শালার বেটারে তেল মারতে মারতে সহকর্মীরা ডিউটি করে বাজারজাত।
সহকর্মী সারাক্ষণ তার বসের নিন্দা করে বেড়ায়,
সুযোগ বুঝে কুপ মারে বসের মন যোগায়।
শালার বেটার ইলিম আছে আমল নাই,
এ জন্য আল্লাহর খাস মমিন হতে পারে নাই।
মমিনের আমলে হিংসা নিন্দা নাই,
লোক দেখানো আমল হিংসা ভরা মন আখেরাত নাই কামাই।
চাটুকারে ভরপুর লেবাস পড়েছে মৌলভীর,
আসলে চাকুরী বাচানোর জন্য যত ফিকির।
ইহকাল পরকাল জেনে শুনেও অন্যের হক মারতে মশগুল,
পরকালের ভয় যদি না থাকে অন্তরে জীবনে থাকবে গন্ডগোল।
দূর্নীতি করে সারাক্ষণ ক্ষমতায় ঠিকে থাকা যায়না,
প্রকৃতি ঠিকই শাস্তি দেয়ার জন্য হাতছানি দিচ্ছে পার পেয়ে যাবে ভেবোনা।
যার চিন্তা চেতনা থাকে মানুষকে ঠকিয়ে খাওয়া,
তার কাছে আত্মীয় স্বজন সমাজের নেই কোন চাওয়া।
লেখক: কাজী ও সাংবাদিক, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ- 01748-800719










