নিজস্ব প্রতিবেদক :: প্রাথমিক শিক্ষায় নতুন পরীক্ষা পদ্ধতি ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ও শান্তিগঞ্জ মডেল জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করায় এর উদ্ভাবককে এ সংবর্ধনা দেওয়া হয়।
দরগাপাশা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। সংবর্ধিত ব্যক্তির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। সভায় আরো বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এএলজি জামান চৌধুরী, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাস, ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আলী, আবুল হাসান, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেবা পাল, সমাজকর্মী মুরাদ আহমদ চৌধুরী, ফরিদ গাজী, ছালিক আহমদ, শ্যামল চৌধুরী, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হাফসা আক্তার লিমা ও ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. মামুনুর রশীদ ও গীতা পাঠ করেন ইউপি সদস্য ললিত মোহন দাস। এর আগে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ফুলেল শুভেচ্ছায় সিঁক্ত হন সুকান্ত সাহা।
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য নোহান আরেফিন নেওয়াজ, আবদুর রহমান জামীসহ দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।










