আজ, , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, জগন্নাথপুর ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু প্রমূখ। এসময় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ