আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। যিনি এ জেলার কৃতি সন্তান। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মল্লিক মঈনউদ্দিন আহমদ সোহেল, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান, এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরী, জেলা বিএনপি নেতা নাদীর আহমদ,রেজাউল হক, উপদেষ্টার ক্লাসমেট ওয়াহিদ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আমহদ, সিপিবি নেতা কমরেড চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, পরিবেশ সংরক্ষণ পরিষদ নেতা একেএম আবু নাসার, মানবাধিকার সংগঠন অধিকার আহবায়ক কবি মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মেহেদী হাসান সাকিবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়ন ভাবনা নিয়ে সংক্ষিপ্ত ধারনা উপস্থাপন করেন সহকারী কমিশনার মহিবুল আকন।
এর আগে সকালে দিরাই উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাওর-সংস্কৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জের এই কৃতি সন্তান। অনুষ্ঠানের পূর্বে শিল্পকলা একাডেমি সংলগ্ন নবনির্মিত শহীদ মিনার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তিনি। রবিবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সরকারের সফলতা নির্ভর করে জনগণের সহযোগিতা ও সমর্থনের ওপর। এজন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে।
শিক্ষকদের ১০তম গ্রেডের দাবি নিয়ে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয়। আমাদের প্রাইমারি প্রধান শিক্ষকরা এখনো ১০ম গ্রেড পাননি। সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডেই রয়েছেন। তাই প্রাইমারি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তবসম্মত নয়। তবে তাদের দাবি অযৌক্তিক নয়। আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকরা যাতে ১০তম গ্রেড পান। আমরা সহকারী প্রধান শিক্ষকের পদ তৈরি করছি। প্রাইমারি সহকারী শিক্ষকরা পদোন্নতি পাবেন সহকারী প্রধান শিক্ষক পদে। ক্রমান্বয়ে তারা পদোন্নতি পেয়ে ১০তম গ্রেড পাবেন।
নতুন বইয়ের ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে বই উৎসব করে বাচ্চাদের বই দিয়ে থাকে। পরিবর্তিত পরিস্থিতির কারণে বই তৈরি, ছাপাতে কিছু দেরি হয়েছিল। বইগুলোতে কিছু কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। যে পান্ডুলিপি তৈরি করা হয়েছিল তা কিছুটা পরিমার্জন করা হয়েছে। সে কারণে বিলম্ব হয়েছে। তবে দেরি হলেও আগামী বছর জানুয়ারিতেই বিনামূল্যে বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা।’
এদিকে রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমন দ্দোজা আহমদের নেতৃত্বে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিশ্বম্ভরপুর উপজেলার কৃতিসন্তান আতাউল গনী,সারাবিশ্ব ডটকমের সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেননসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ মঙ্গলবার সকাল ৯ টায় জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে বেলা ১২টায় জেলা পিটিআই ভবনে আয়োজিত প্রাথমিক শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।