আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস «» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন





তিন বিভাগ থেকে মন্ত্রণালয় চালানোর যোগ্য কি একজনও নেই, প্রশ্ন সারজিসের

ডেস্ক রিপোর্ট :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক সারজিস আলম। মন্ত্রণালয় চালাতে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে একজনও না থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। শনিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষ্ময় প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেওয়া হয়েছে। কিন্তু তিন বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কী একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য। অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না। ’ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন। এ রকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। ’ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে উপদেষ্টা করার দাবির বিষয়ে সারজিস আলম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার আখতার হোসেনের রক্ত ঝরেছে। তিনি প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন। তার এই অবদানকে অস্বীকার করার সুযোগ নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ