আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন «» ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ডে, আদালতে জুতা ও ডিম নিক্ষেপ «» দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস «» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন





অর্থের বিনিময়ে বিএনপিতে আ. লীগ নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট :: জামালপুরের ইসলামপুরে অর্থের বিনিময়ে বিএনপির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামিউল হক রাজু ও একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজদুল সমঝোতা করেন বলে জানা গেছে। পদ পাওয়া নেতাকর্মীরা হলেন-চরপুটিমারী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক হেলাল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল, সাবেক যুবলীগকর্মী আল-আমিন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ৫ আগস্টের পর যুবদল নেতা রাজু আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হাত মেলান। তিনি এলাকার নিরীহ বিএনপি নেতাকর্মীদের হুমকিধমকিসহ শারীরিক নির্যাতন করেছেন। রাজু ও কিছু অসাধু নেতার যোগসাজশে আওয়ামী লীগ নেতা আমিনুলকে ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি করা হয়েছে।

 

চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল মিয়া বলেন, রাজু অর্থের বিনিময়ে সাবেক যুবলীগকর্মী আল-আমিনকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতা হেলাল ও আমিনুলকে সঙ্গে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন।

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ বলেন, আমি বাজারে যাওয়ার সময় হেলাল, আমিনুল ও আল-আমিনকে সঙ্গে নিয়ে রাজু আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম লেবু বলেন, রাজু আওয়ামী লীগের আমিনুল, আল-আমিনসহ কিছু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেনুয়ার চর এলাকার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালান। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করছেন।

অভিযুক্ত রাজু বলেন, যাদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

চরপুটিমারী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া বলেন, আওয়ামী লীগ করেন বলে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারাও বিগত সরকারের সময় নির্যাতনের শিকার।

চরপুটিমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন বলেন, হেলাল ও আমিনুল আমার ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ছিলেন। ৫ আগস্টের পর আমাদের ইউনিয়নের ছাত্রদলের এক নেতার মাধ্যমে রাতারাতি বিএনপি হয়ে গেছেন তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ