আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস «» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন





ছাতকে পিতার সাথে অভিমান করে পুত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের পল্লীতে পিতার সাথে অভিমান করে শায়েখ নামের এক ব্যাক্তি আত্বহত্যা করেছে বলে জানাগেছে। আজ বুধবার সকালে লাকেশ্বর পশ্চিমপাড়া গ্রামে এঘটনা ঘটেছে। তিনি উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর পশ্চিমপাড়া গ্রামের হারিস আলীর পুত্র শায়েখ মিয়া (২৫)। জানাযায়, ঘটনার দিন সকালে পিতার কথার অবাধ্য হওয়ায় ছেলেকে বকাঝকা করে পিতা। পরিবারের সদস্যদের অগোচরে শায়েক ঘর থেকে বেরিয়ে পড়ে। অনু: সকাল ৮ ঘটিকার সময় খবর পাওয়া যায় শায়েখ মিয়া ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এক পর্যায়ে বাড়ি পাশে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হলে থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম শফিক ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন লিপিবদ্ধ শেষে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য নোয়াব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি পিতার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ