ডেস্ক রিপোর্ট :: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলছেন, বাংলাদেশে এখন সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। তবে, এটি রাজনৈতিক দলের নেতারা মানবেন কিনা জানি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, জিয়াউর রহমান বলেছিলেন- সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা এবং ধর্মীয় বিশ্বাস সংবিধানে থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিসের সংবিধান। মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ মুসলিম। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস না থাকলে সেই সংবিধান আমাদের নয়। অনন্তকাল প্রধানমন্ত্রী একজন ব্যক্তি থাকবেন এটি বাদ দিতে হবে। তিনি বলেন, এই সংবিধান শুধুমাত্র একটি পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। এই সংবিধানে বলা হয়েছে- এই সংবিধান অপরিবর্তনীয়, প্রধানমন্ত্রী সারাজীবন ক্ষমতায় থাকবে। তার মানে শেখ মুজিব যেমন ৭২ সালে বাকশাল কায়েম করেছিলেন, তেমনই তার কন্যাও এই সংবিধান অনুযায়ী অঘোষিত বাকশাল কায়েম করেছিলেন। রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেইদিনই সংবিধান নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, একজন রাষ্ট্রপতি প্রথমে বললেন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, পরে আবার তিনি বললেন, পদত্যাগপত্র তার কাছে নেই। চুপ্পু শপথ ভঙ্গ করেছেন, ওই চেয়ারে তার থাকার কোনো বৈধতা নেই।
সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে: মাহমুদুর রহমান
১০ নভেম্বর ২০২৪, ২:৫১ পূর্বাহ্ন |
পোস্টটি ১০০ বার পড়া হয়েছে