নিজস্ব প্রতিবেদক :: সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ৫ শিক্ষার্থীকে পবিত্র কোরআনুল কারীমে সবক প্রদান ও এক শিক্ষার্থীর হিফজ সমাপন হয়েছে। শনিবার সিলেটের জালালাবাদের সোনাতলাস্থ মাদরাসা হল রুমে ছবক প্রদান ও হিফজ সমাপন সভা অনুষ্টিত হয়। সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনানের পরিচালনায় ছবক প্রদান ও হিফজ সমাপন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুলতানুল হুফফাজ ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ আব্দুশ শহীদ (বড় হুজুর)।
বক্তব্য রাখেন, মাওলানা আব্দুন নুর, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আবদুল মজিদ নোমান, হাফিজ মাওলানা সাইফুর রহমান তালুকদার, হাফিজ কামিল আহমদ, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ সাব্বির আহমদ প্রমুখ। সভা শেষে পবিত্র কোরআনুল কারীমে ৫ শিক্ষার্থীকে ছবক প্রদান করেন এবং হিফজ সম্পন্নকারী হাফিজের পড়া শুনেন প্রধান অতিথি। এসময় এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।