আজ, , ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন «» শান্তিগঞ্জের দেখার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু : দ্রুত সম্পন্নের তাগিদ «» শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ ও ক্লাবের ভূমি দাতা পরিবারের সাথে কুশল বিনিময় «» জগন্নাথপুর সৈয়দপুর বাজারে বিট পুলিশিং সভা «» বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন «» সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ «» জাতীয় নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত: ইভিএম নয়, ভোটগ্রহণ হবে ব্যালটে «» বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, অতঃপর… «» শান্তিগঞ্জে বিজয় দিবসে বিজ’র একাধিক কর্মসূচি পালন «» জগন্নাথপুরে আসামী গ্রেফতার- ২





সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসায় ৫ শিক্ষার্থীকে ছবক প্রদান

নিজস্ব প্রতিবেদক :: সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ৫ শিক্ষার্থীকে পবিত্র কোরআনুল কারীমে সবক প্রদান ও এক শিক্ষার্থীর হিফজ সমাপন হয়েছে। শনিবার সিলেটের জালালাবাদের সোনাতলাস্থ মাদরাসা হল রুমে ছবক প্রদান ও হিফজ সমাপন সভা অনুষ্টিত হয়। সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনানের পরিচালনায় ছবক প্রদান ও হিফজ সমাপন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুলতানুল হুফফাজ ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ আব্দুশ শহীদ (বড় হুজুর)।

 

 

বক্তব্য রাখেন, মাওলানা আব্দুন নুর, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আবদুল মজিদ নোমান, হাফিজ মাওলানা সাইফুর রহমান তালুকদার, হাফিজ কামিল আহমদ, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ সাব্বির আহমদ প্রমুখ। সভা শেষে পবিত্র কোরআনুল কারীমে ৫ শিক্ষার্থীকে ছবক প্রদান করেন এবং হিফজ সম্পন্নকারী হাফিজের পড়া শুনেন প্রধান অতিথি। এসময় এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ