নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ অতি উর্বর একটি উন্নয়নশীল দেশ। কিন্তু অযোগ্য চরিত্রহীন নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫৪ বছরেও উন্নতি লাভ করতে পারেনি আমাদের প্রিয় মাতৃভূমি। সঠিক নেতৃত্বদানের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে নেয়ার জন্য যুব মজলিস কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুক্রবার (৯ নভেম্বর) সিলেট নগরীর হোটেল গার্ডেন ইন-এ ইসলামী যুব মজলিস সিলেট জোনের শাখা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সিলেট জোন তত্ত্বাবধায়ক তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডাক্তার এএ তাওসিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল। সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালসায় অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, তরুণ আলেম মুফতী আবদুল কাদির মাসুম। দিনব্যাপী ওয়ার্কশপে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেদ্দা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল মুকিত রুপাপুরী, রিয়াদ মহানগরী সভাপতি মাওলানা আবুল হোসাইন, সিলেট মহানগরীর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন, সহ-সেক্রেটারি সাইফুর রহমান খোকন বক্তব্য রাখেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মহিউদ্দিন জামিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলার সভাপতি হাফিজ আবু তাহের, সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, সিলেট জেলার সভাপতি আহমদ মাহফুজ আদনান, সুনামগঞ্জ জেলার সভাপতি ফারুক আহমদ জাবেদ প্রমূখ।
আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য মজলিস কর্মীদের প্রস্তুতি নিতে হবে- ড. মোস্তাফিজুর রহমান ফয়স
৯ নভেম্বর ২০২৪, ২:৩৫ অপরাহ্ন |
পোস্টটি ১১৮ বার পড়া হয়েছে