আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





হযরত শাহজালাল (রহ.) : ইমামুল ইসলাম রানা

পূর্ব আকাশে ভোরের আলো,
আল্লাহ্‌র নূরের গান,
ইয়েমেন দেশে জন্ম নিলেন
জালাল উদ্দিন সুলতান।

 

মায়ের কোলের প্রথম শুনেন,
আরশের নামাজ ধ্বনি,
দাদার দোয়া, নবীর উম্মাহ্,
বুকে রাখলেন শুনি।

 

শৈশব জুড়ে জ্ঞান সাধনা,
কুরআনের সে পাঠ,
তাসাউফের মধুর গুঞ্জন,
হৃদয়ে করল ছাঁট।

 

সঙ্গী হলেন আধ্যাত্মিকতা,
জিকিরের সুধা পানে,
আল্লাহর পথে হিজরতে তাই
চলেন পুষ্পিত সে ঘ্রানে।

 

সুদূর ইয়েমেন ছেড়ে তিনি
এলেন হিন্দুস্তান,
সুফি সেনা সঙ্গী নিয়ে যিনি
করেন পবিত্র অভিযান।

 

গৌড়-বঙ্গের পথ পেরিয়ে
সিলেটের মাটির কোলে,
লুকায়ে থাকা ইমানের বীজ
মধুর মধুর বোলে।

 

গরগোবিন্দের গোঁড়ামি ভেঙে
দিলেন প্রেমের টান
অন্ধকারে ডুবে থাকা প্রাণ সব
পেলো যে ঈমান।

 

জিহাদের ঢেউয়ে কাঁপলো শত্রু,
মুক্তি পেল দেশ,
আল্লাহর প্রেমে ভিজল মানুষ,
মুছে সকল ক্লেশ।

 

সাদা পোশাকে আলোর মত,
নূরের সে প্রতীক,
মাটির মানুষ, দরবেশ মন,
দানশীল দযা ঠিক।

 

মসজিদ গড়ে, মাদরাসা গড়ে,
দেন ইসলামের জ্ঞান,
শিশুর মুখে কুরআনের সুর,
মন্দের পরিত্রাণ।

 

আজো সিলেটের আকাশ ভরে
তাঁর দোয়ার সুবাস,
শত শত জিয়ারতেতে আসে
ফেলে দীর্ঘশ্বাস।

 

হযরত শাহজালাল রহমতুল্লাহ,
ওলীর শিরোমনি,
যাঁর জীবনে চিরকাল থাকবে
রহমতের জয়ধ্বনি।

 

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাইল: 01712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ