আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবলকে কেন্দ্র করে মারামারি ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র রায়হান মিয়ার (১৩) মৃত্যু হয়েছে। সে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, উপজেলার বাউধরন গ্রামের কিশোর রায়হান মিয়া ও শাওন মিয়ার মধ্যে খেলাধুলা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৭ অক্টোবর সন্ধ্যা রাতে শাওন মিয়ার হামলায় রায়হান মিয়া গুরুতর আহত হন। হামলায় আহত মাদ্রাসা ছাত্র রায়হান মিয়ারকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন রায়হান। ঘটনার ১১ দিনের পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মৃত্যু হয় রায়হানের। মারামারির ঘটনায় গত ৩ নভেম্বর রায়হানের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানাযায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ