আজ, , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





তারেক রহমানের আহবানে বিএনপি নেতা মধুর বিনা লাভের দোকানে ক্রেতাদের ভিড়

ডেস্ক রিপোর্ট :: বাজারে নৈরাজ্য ঠেকাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি নেতা মহসীন মিয়া মধুর দেয়া বিনা লাভের দোকানে সাধারণ ক্রেতাদের ভিড় লেগেই আছে। দেশের চলমান পরিস্থিতিতে বাজার ব্যবস্থায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করায় শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু এ উদ্যোগ নেন। মহসীন মিয়া মধু জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে শহরের নতুন বাজার এলাকায় মিরজাপুর লাইনের পুরান বাসস্ট্যান্ডে অস্থায়ী সেড নির্মাণ করে এ কার্যক্রম শুরু করেছেন। তার এ দোকানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, ডিম, সেমাই আলুসহ বিভিন্ন নিত্যপন্য ও সবজি বিক্রয় করা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষজনের ব্যাপক ভিড়। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী বলেন, চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু। এটি একটি মানবিক উদ্যোগ।এই উদ্যোগে মালামাল সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রমে তিনি নিজেও সম্পৃক্ত রয়েছেন। আর এ কাজে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, অতিরিক্ত মুনাফা লোভীদের নৈরাজ্য ঠেকাতে উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে। এতে খেটে খাওয়া সাধারণ মানুষরা স্বল্প মূল্যে পণ্য কিনে স্বস্থিতে বাড়ি ফিরছেন। তাদের মুখে যে হাসি ফুটেছে সেটা দেখে আনন্দে বুকটা ভরে গেছে। রিকশা চালক রবিন আহমদ, মমিন মিয়া, চা শ্রমিক সুবল হাজরা বলেন, চাল ৪৬ টাকা, ডাল ১০২ টাকা, লাউ ৪০ টাকা, পেঁপে ২৪ টাকা, পিয়াজ ৯৭ টাকা, সেমাই ২০ টাকা প্যাকেট, ডিম ৪৫ টাকা দরে কিনেছেন। শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার অর্জুন মালাকার বলেন, বিনা লাভের দোকান থেকে যে জিনিসগুলি কিনেছি সেগুলো অন্য জায়গা থেকে কিনলে আরো একশ থেকে দেড়েশত টাকা বেশি লাগতো। মহসিন মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

 

এ ব্যাপারে মহসিন মিয়া মধু আরও বলেন, বর্তামানে সারাদেশে বাজারে সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করে চলছেন। বর্তমান সরকারও অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে আমি আমার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে পাইকারি মূল্যে খুচরায় নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি। আমার একটাই লক্ষ্য নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া। তিনি বলেন, এ কাজের সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। যতদিন পর্যন্ত নিত্যপূর্ণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম বলেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন মেয়র এ উদ্যোগ নিয়েছেন। আমরা তার এ দোকানে বিনা শ্রমে কাজ করছি। প্রতিদিন আমরা পালা করে এ দোকানে বসবো। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, টিটু দাস, মোবারক হোসেন, ভুট্টু মিয়া, কাজী আব্দুল গফুর, আব্দুর রহমান খান পাশা, ভুট্টো মিয়া, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে মহসীন মিয়া মধু তার ভাইয়ের প্রতিষ্টান ফ্রেস লেমন মিট এ চলমান অস্থিতিশীল সময়ের জন্য বিনা লাভে বয়লার ও পোল্টি মুরগি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। দোকানের কাজে নিয়োজিত মীর এম এ সালাম জানান, চাল ৪৬ টাকা বাজার দর ৫৫ টাকা, ডাল ১০২ টাকা বাজার দর ১১২ টাকা, লাউ ৪০ টাকা বাজারে ৭০ টাকা, পেঁপে ২৪ টাকা বাজারে ৪০ টাকা, পিয়াজ ৯২ টাকা বাজারে ১০৫ টাকা, সেমাই ২০ টাকা বাজারে ৫০ টাকা প্যাকেট, ডিম ৪৫ টাকা বাজারে ৫৫ টাকা, পোল্টি মুরগী ১৬০ বাজারে ১৮০ টাকা। দোকানের দায়িত্বে থাকা কুতুব উদ্দিন জানান, প্রথম দিনে ২ হাজার কেজি চাল, ২০০ লিটার তেল, ২০০ কেজি চিনি, তিনশত কেজি পেয়াজ সহ অনান্য সামগ্রী বিক্রি করেছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ