আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস «» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন





কয়ছর এম আহমেদের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট জেলা বিএনপির সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা ৬ টায় নগরীর পূর্ব জিন্দাবাজারে স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরে তাঁবেদার সরকারের সময় আমরা দেখেছি যারা অপকর্মের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সাধারণ মানুষদের রাখা হয়েছিল উদ্বেগ ও উৎকণ্ঠায়। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরশাসক পালানোর পর মানুষ এখন আয়নাঘরের ভীতিমুক্ত। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো অন্তবর্তীকালীন সরকারের জন্য কষ্টকর হবে।’ সংবর্ধনা প্রদান কালে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, ‘পতিত শক্তি নানা ধরনের উস্কানি দিয়ে যাচ্ছে, কোনোভাবে এই উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।’ আমরা জাতীয়তাবাদীতে বিশ্বাসী, সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই।’ বর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র নতুন করে কোনো ধরনের সংকট বা জটিলতায় পড়ুক, এমন পরিস্থিতি সতর্কভাবে এড়িয়ে চলতে হবে। সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহ জামাল নুরুল হুদা, শাহাব উদ্দিন আহমদ, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, এড. সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, এড. আল আসলাম মুমিন, এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, ডাঃ নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু সহ বহুসংখ্যক নেতাকর্মী। এছাড়াও সংবর্ধিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুল, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, আবুল হোসেন ও ফেরদৌস আলম, অর্থ সম্পাদক সালেহ গজনভী, লুবেক আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদল নেতা মোস্তফা লায়েক, ইকবাল হোসেন, কিবরিয়া ইসলাম, জাহিদ আলী, বিএনপি নেতা আলিফ হোসেন, হুমায়ুন ইসলাম, মুহিব উদ্দিন, আব্দুর রব, নজমুল হোসেন লিটন, রুবেল আহমদ, আশরাফুল মবিন মাহফুজ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ