আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সিলেটে টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক :: ব্যাংকে টাকা নেই। তাই টাকা উত্তোলনে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। এ কয়দিন ধরে এমন ভোগান্তিতে পড়া গ্রাহকরা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিলেট নগরীর শিবগঞ্জ শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন। আজ বুধবার (৩০) অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় ভীড় করেন গ্রাহকরা। এসময় টাকা না পেয়ে উত্তেজিত গ্রাহকরা কর্মকর্তাদের ভেতরে রেখে ফটকে তালা দেন। ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের গ্রাহক ফয়জুল কয়েছ বলেন, চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে ব্যাংকে ৮ লাখ জমা দিতে এলে ঠিকই জমা নিচ্ছে। কিন্তু টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে এলে ৩ হাজার টাকার ওপরে আর দিচ্ছে না। এর বেশি টাকা উত্তোলন করতে পারবো না, এটা কিভাবে সম্ভব। এটা ব্যাংক না ডাকাতদের কারখানা, ব্যাংক কর্তপক্ষ যদি এ সমস্যা সমাধান করতে না পারেন তাহলে উর্ধবতন কর্মকর্তাকে জানাবেন। অথচ জমা ও লোন দুটোই নিচ্ছে এবং দিচ্ছে। আমরা কি ভিক্ষুক নাকি না লোন নিতে এসেছি? আমাদের টাকা না দেওয়ায় আমরা ব্যাংকে তালা ঝুলিয়েছি। আমাদের মা-বোন প্রতিদিন টাকা জামা রাখেন, পরদিন ব্যাংক কর্তপক্ষ বলে ব্যাংক টাকা নেই। ইফজালুর রহমান ইফজাল বলেন, ভাই আমি অসুস্থ। আমি ভারতে যাব চিকিৎসা নিতে। ব্যাংক ম্যানেজার ৩ হাজার টাকার ওপরে দিচ্ছে না। সে বলে ৬ মাসের মধ্যে সব ঠিক হবে। আমি এখন চিকিৎসা না করতে পারলে টাকা কেন ব্যাংকে রাখলাম। এব্যাপারে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিবগঞ্জ শাখার সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সাব্বির হাসানকে ফোন দিলে রিসিভ না করে বার বার কেটে দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ