আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা «» প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা «» খালেদা জিয়ার সাথে ৩ ছাত্র উপদেষ্টার কুশল বিনিময় «» ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার «» মাদ্রাসা অঙ্গনে পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী ২৫০ জন শিক্ষকের সংবর্ধনা «» জগন্নাথপুরে পরীক্ষায় ফেল করায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা «» জগন্নাথপুরে চুরির মামলার পলাতক আসামি গ্রেফতার «» জগন্নাথপুরে এমএ মান্নানসহ আ.লীগের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা «» নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন «» ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ডে, আদালতে জুতা ও ডিম নিক্ষেপ





দিন- দুপুরে মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ শহরের অভয়নগরে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় নগদ টাকা ও মোবাইলসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন শফিকুর রহমান। এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া এলাকার মৃত আব্দুর রবের পুত্র শফিকুর রহমান বর্তমানে নবীগঞ্জ শহরের অভয়নগর এলাকায় বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে মোবাইল ও বিকাশের ব্যবসা করে আসছেন। শুক্রবার (২৬ অক্টোবর)) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ৫ লক্ষ ৭২ হাজার টাকা সাথে নিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার ২৬ অক্টোবর সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে চা-নাস্তা করে ঘুমিয়ে পড়েন। এসময় তার মা বাসার ছাদে সবজি গাছে পানি দিতে যান। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে শফিকুর রহমান দেখতে পান কে বা কারা তার ব্যাগ থেকে নগদ ৫ লক্ষ ৭২ হাজার টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায়। তার প্রত্যেকটি সিমে বিকাশ, নগদ, রকেট ও উপায় একাউন্ট ছিল। এতে প্রায় ১ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ