আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা «» প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা «» খালেদা জিয়ার সাথে ৩ ছাত্র উপদেষ্টার কুশল বিনিময় «» ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার «» মাদ্রাসা অঙ্গনে পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী ২৫০ জন শিক্ষকের সংবর্ধনা «» জগন্নাথপুরে পরীক্ষায় ফেল করায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা «» জগন্নাথপুরে চুরির মামলার পলাতক আসামি গ্রেফতার «» জগন্নাথপুরে এমএ মান্নানসহ আ.লীগের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা «» নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন «» ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ডে, আদালতে জুতা ও ডিম নিক্ষেপ





নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও!

নিজস্ব প্রতিবেদক :: স্বামীর অগোচরে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়েছে এক গৃহবধূ। গত (৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গ্রীসনগর গ্রামের নূর মোহাম্মদ (৪২)এর বাড়ী থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান নাছিমা (৩৫) নামের ওই গৃহবধূ। নূর মোহাম্মদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে যানাযায়, ২০১৭ সালে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিসনগর গ্রামের নাছির উদ্দীনের পুত্র নুর মোহাম্মদ এর সাথে লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে নাছিমা বেগমের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ভালোই চলছিলো তাদের সংসার গত ছয়মাস আগে অভিযোগকারী নুর মোহাম্মদ এর শশুর ফয়েজ উদ্দিন,শাশুড়ী আছিয়া বেগমের অনুরোধ ও উপস্থিতিতে নুর মোহাম্মদ এর স্ত্রীর ছোট বোন নাজমা বেগম (৩০)তার স্বামী’কে বিদেশে পাঠানোর কথা বলে এক মাসের জন্য ৪,৫০,০০০ ( চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হাওলাত নেন। এক মাসের জায়গায় ছয় মাস পেরিয়ে গেলেও টাকা না দেওয়ায় নুর মোহাম্মদ তার স্ত্রী নাছিমাকে টাকার বিষয়ে কথা বললে ঝগড়া সৃষ্টি হলে গত শুক্রবার ( ৪ অক্টোবর ২০২৪) কাউকে না জানিয়ে বাড়ী থেকে নগদ অর্থ ২,৩২০০০ (দুই লাখ ৩২ হাজার) টাকা,এক ভরি ওজনের স্বর্ণের অলংকার, দুই ভরি ওজনের রুপার চেইনসহ ঘরের মূল্যবান জিনিস নিয়ে নাজমা বেগম তার বাপের বাড়ি পালিয়ে যান।

 

নুর মোহাম্মদ বলেন, আমি বাজার থেকে বাড়িতে এসে আমার স্ত্রী নাছিমা বেগমকে ঘরে না পেয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নানা হুমকি দেয়। টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবি করছি। অভিযোগ অস্বীকার করে নাছিমা বেগমের পিতা ফয়েজ উদ্দিন বলেন, আমার মেয়ে কে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ