ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় পানিবন্দী মানুষের মাঝে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে নতুন করে রাসেল ভাইপারের আতঙ্ক। জগন্নাথপুরে রাসেল ভাইপার সাপের সঠিক কোন খবর পাওয়া যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসেল ভাইপারের গুজব ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়ানো হয়েছে বলে অনেকেই জানান।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সিনিয়র সহ- সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম জানান, সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাপে কামড় দিলে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান।
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না জানান, বন্যায় পানিবন্দি মানুষ পরিবার পরিজন নিয়ে বড় অসহায়, এর মাঝে কিছু মানুষ ফেসবুকে গুজব ছড়িয়ে রাসেল ভাইপারের আতঙ্ক সৃষ্টি করেছে যা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ ছাড়া আর কিছু নয়।