ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে খেলাফত মজলিসের গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাঃ এ এ তাওসীফ বলেন বাংলাদেশের ৫৩ বছরের ক্ষমতার পালাবদলে আমরা দুর্নীতি আর শোষণ, বৈষম্য দেখছি, মানুষের ভাগ্যের কোন পরিবর্তন দেখছি না। তাই বিশ্ব নবী স. এর খেলাফত রাষ্ট্র ব্যবস্থার পুনঃপ্রতিষ্টা ছাড়া মানবতার মুক্তির কোন বিকল্প নেই। শনিবার (১৯ অক্টোবর) খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন শাখা আয়োজিত গনসমাবেশে তিনি কথাগুলি বলেন। শাখা সভাপতি মাওলানা আব্দুশ শহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি খালেদ হোসাইনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আসগর। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহপ্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, রিয়াদ মহানগরীর সহসভাপতি মুহাম্মদ আলী নুর আহমদ, উপজেলা সভাপতি মতিউল ইসলাম মতিন, রিয়াদ মহানগরীর সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আব্দাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, নির্বাহী সদস্য বিলাল আহমদ, কামাল বাজার ইউনিয়নের সহসভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সুহেল আহমদ, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মানে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই- ডাঃ এ এ তাওসীফ
২০ অক্টোবর ২০২৪, ২:০৭ অপরাহ্ন |
পোস্টটি ৫৩ বার পড়া হয়েছে