আজ, , ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» যুক্তরাজ্যে ৬০ হাজার এসাইলাম প্রার্থীর আবেদন মঞ্জুর করা হবে «» পদ ধরে রাখতে প্রধান উপদেষ্টার কাছে বিশ্বনাথের ৮ ইউপি চেয়ারম্যানের স্মারকলিপি «» রাজনৈতিক কোন সুবিধা নিতে আমি যুক্তরাজ্য থেকে আসিনি- এম এ মালেক «» শেখ হাসিনার পদত্যাগ ইস্যু ‘মীমাংসিত’ : বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২ «» জগন্নাথপুরে জনতার চেয়ারম্যান সৈয়দ তালহা আলম জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন «» জগন্নাথপুরে বিএনপি নেতা কয়ছর আহমদের গণসংবর্ধনা সফলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত «» শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার «» সুনামগঞ্জের যে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ «» দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির কয়ছর এম আহমদ, বিমানবন্দরে নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা





শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন’র মাতার ইন্তেকাল- জানাযা সম্পন্ন

নিজেস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জয়কলস ইউ/পি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন’র মাতা কলিমুন নেছা (১০৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ৮ টা ৫০ মি: শান্তিগঞ্জ উপজেলার জয়জলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে ইন্তেকাল করিয়াছেন। শনিবার বিকাল ৫টা ৩০ মি: জামলাবাজ গ্রামে জামলাবাজ জামে মসজিদের ইদগাহে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলে শান্তিগঞ্জ উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদাত মান্নান অভি, পাথারিয়া ইউ/পি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউ/পি চেয়ারম্যান শাহিনির রহমান শাহীন, পূর্ববীরগাও ইউ/পি চেয়ারমান রিয়াজুল ইসলাম রাইজুল, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ক্বারী আজির উদ্দিন, মাওলানা তাহির আহমদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আজাদ আহমদ, নোয়াখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুকনুজ্জামান রুকন, মাষ্টার জালাল উদ্দীন, জয়কলস ইউ/পি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পাথারিয়া ইউ/পি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম, জয়কলস ইউ/পু সচিব মো. আলী হোসেন, ইউ/পি সদস্য আশিক মিয়া,ছয়ফুজ্জামান, যুবলীগ নেতা সাব্বির আহমদ, ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া, ব্যাংক কর্মকর্তা মতিউর রউফ চয়ন, খুশিদ মিয়া, যুবলীগ নেতা খিজির আহমদ সহ হাজারও মুসল্লীয়ানে কেরাম প্রমূখ। জানাযা শেষে জামলাবাজ জামে মসজিদের নিকটের কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ