স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ১৬৪ রানের জবাবে লড়ছে ইংল্যান্ড। দলীয় ১৫ রানের মাথায় ইনফর্ম ওপেনার ফিল সল্টকে বিদায় করেন কাগিসো রাবাদা। এরপর ৪৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। অপর ওপেনার জনি বেয়ারস্টোকে তুলে নেন কেশভ মহারাজ। ২০ বলে ১৬ রান আসে বেয়ারস্টোর ব্যাট থেকে।
তিনে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক জস বাটলারও। ২০ বলে ১৭ রান আউট হন তিনি।
এখন শেষ ১০ ওভারে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ১০৪ রান। হাতে আছে আরো ৭ উইকেট। তবে এখন রান তাড়ায় তাদের ওভারপ্রতি তুলতে হবে ১০ রানেরও বেশি। এই চাপ সামলাতে হলে জুটি গড়া ছাড়া বিকল্প নেই ইংল্যান্ডের সামনে।
অন্যদিকে ইংল্যান্ডকে নিয়ন্ত্রণে রেখে উইকেট তোলায় চোখ থাকবে দক্ষিণ আফ্রিকার। এখন ক্রিজে আছেন হ্যারি ব্রুক এবং মঈন আলী। দুইজনই নতুন ব্যাটার। বলা যায় জয়ের জন্য কঠিন পথই পাড়ি দিতে হবে ইংল্যান্ডকে।
এর আগে ব্যাট করে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ৪টি করে চার এবং ছক্কায় ৩৮ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া ২৮ বলে ৪ ছক্কা এবং ২ চারে ৪৩ রান করেন ডেভিড মিলার। সেমিতে উঠার লড়াইয়ে আজকের ম্যাচের গুরুত্ব অনেক। দেখা যাক, শেষ পর্যন্ত কারা হাসে।