আজ, , ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» যুক্তরাজ্যে ৬০ হাজার এসাইলাম প্রার্থীর আবেদন মঞ্জুর করা হবে «» পদ ধরে রাখতে প্রধান উপদেষ্টার কাছে বিশ্বনাথের ৮ ইউপি চেয়ারম্যানের স্মারকলিপি «» রাজনৈতিক কোন সুবিধা নিতে আমি যুক্তরাজ্য থেকে আসিনি- এম এ মালেক «» শেখ হাসিনার পদত্যাগ ইস্যু ‘মীমাংসিত’ : বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২ «» জগন্নাথপুরে জনতার চেয়ারম্যান সৈয়দ তালহা আলম জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন «» জগন্নাথপুরে বিএনপি নেতা কয়ছর আহমদের গণসংবর্ধনা সফলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত «» শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার «» সুনামগঞ্জের যে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ «» দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির কয়ছর এম আহমদ, বিমানবন্দরে নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা





বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শাল্লা থানার ওসি মিজানের রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: টানা পাহাড়ি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নতুন গ্রামের অধিকাংশ বাড়িঘর পানিতে ভাসছে। পানি বন্দী হয়েছে অসংখ্য মানুষ। দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর উদ্যোগে ক্ষতিগ্রস্থ ও শরণার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও গ্রামে গিয়ে বানভাসী আশ্রিত মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন।

জানা যায়, ওসি মিজানুর রহমান এরপূর্বেও মানবিক কাজ করে অনেক প্রশংসিত হয়েছেন। কিছুদিন আগে একটা শিশু মেয়ের চিকিৎসার উদ্যোগ নিয়ে জন্য অনেক সহযোগিতা করেছেন। পরবর্তীতে উনার ডাকে অনেকেই সাড়া দিয়েছেন। অসহায় মানুষের পাশে সর্বত্রই থাকেন।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর মিজান বলেন, ‘বন্যায় শাল্লার অনেক বাড়িঘরে পানি উঠে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া সহ আশ্রিত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এই মানুষগুলো খুব কষ্টে দিনাতিপাত করছে। মানুষের বিপদে মানুষ হিসেবে অবশ্যই থাকা প্রয়োজন। তাই আমরা খিচুড়ি রান্না করে আশ্রিত মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এই কাজে সহযোগিতা করার জন্য আমি থানার সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।’

খাবার বিতরণে উপস্থিত ছিলেন- এস আই লুৎফুর, শাহীন, নাজমুল, এএসআই আক্তার, জাকির, মোজাম্মেল, কনস্টবল তন্ময়, হারুন, মুহিব, নাজমুল, ইরফান সহ অনেকেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ