কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
কুল নাই কিনারা নাই আঁখিভরা পানি,
রাত যায় দিন যায় কষ্টভরা চাহনি।
অতীত স্মৃতি ভোলা যায় কি?
বারে বারে মনে পড়ে দিনটি।
যখন মনে পড়ে মায়ের কথা,
মনে লাগে বড় ব্যাথা।
বার বার উকি মারে স্মৃতি কথা,
কলিজা ফেটে যায় আঁখি জল গাঁথা।
সন্তানের জন্য যদি হয় এত মায়া মমতা,
আমার আল্লাহ জানে কত মায়া মমতা হৃদয় গাঁথা।
ভবেতে মায়া দিয়ে রেখেছেন খোদা,
মায়া মমতা থেকে আল্লাহ করে নি জোদা।
জীবন সায়ান্নে ভরে রেখেছেন ভালোবাসার ফুল,
আদি অন্ত তার মাঝে জীবনের মূল।
দিয়ে সন্তান সন্ততি করেছেন পরীক্ষা,
তার মাঝে রয়েছে জীবনের দীক্ষা।
ছবুরে মেওয়া ফলে আল্লাহর কথা,
জীবন শান্তি হোক দোয়া করি হেথা।
লেখকঃ কাজী ও সাংবাদিক।