jagannathpurpotrika-latest news

আজ, , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :



চেয়ারম্যান পদে বাবা-ছেলে ভোট যুদ্ধে মাঠে

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাবা-ছেলে ভোটযুদ্ধে নেমেছেন। যাচাইবাছাইয়ে দুজনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা এখন ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। বাবা আজির উদ্দিনের বিপক্ষে ছেলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা। তবে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান (ছেলে) জানান, এটা তাদের নির্বাচনি কৌশল। অতীতেও একই পদে তাদের পরিবার থেকে একাধিক সদস্য প্রার্থী হওয়ার নজির রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন ১৪ এপ্রিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। পরদিন ১৫ এপ্রিল অনলাইনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। একই দিনে তার ছেলে দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমদ হাসানও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। বাবার বিপক্ষে ছেলে প্রার্থী হওয়ার খবরে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা-সমালোচনা হয়।

একই পদে বাবার বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ছেলে মাসুম আহমদ হাসান জানান, তার বাবা আজির উদ্দিনের নির্বাচন করা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। তার (মাসুম) প্রার্থী হওয়া একটি নির্বাচনি কৌশল মাত্র। এর বাইরে কিছু নয়। অতীতেও বিভিন্ন নির্বাচনে তাদের পরিবার থেকে একই পদে একাধিক সদস্য প্রার্থী হয়েছিলেন।

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে চেয়ারম্যান পদে আজির উদ্দিন, মাসুম আহমদ হাসান, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল আর প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট অনুষ্ঠিত হবে ৮ মে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ