ডেস্ক রিপোর্ট :: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে মুখে আঘাত পেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় তাকে নেওয়া হয় হাসপাতালে।
শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজ খেলতে বৃহস্পতিবার সিলেটে এসেছে বাংলাদেশ দল।আজ শুক্রবার সকালে অনুশীলনে গা গরমের ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। ওই সময় পেসার হাসান মাহমুদের একটি কিক থেকে বল এসে লাগে মিরাজের মুখে। সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ছুটে আসেন সতীর্থরাও।
জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম এসে তাৎক্ষণিক চিকিৎসা দেন মিরাজকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করানো হয় মিরাজের।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলছিলেন, ‘সিটি স্ক্যানে বিপজ্জনক কিছু ধরা পড়েনি। তবে ওর ডান চোখে চোট লেগেছে। যতটুকু জানতে পেরেছি, চোখে একটু রক্ত জমে আছে। রিপোর্ট পাওয়ার পর হয়তো বিশদ বলতে পারব কতোটা গুরুতর আঘাত এটি।’
চোট পাওয়ায় আজ আর অনুশীলন করতে পারেননি মেহেদী হাসান মিরাজ।