jagannathpurpotrika-latest news

আজ, , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :



পবিত্র রমজান উপলক্ষে মুদি’র দোকানে ‘১ টাকা’ লাভে পণ্য বিক্রি ও ফার্মেসীতে কেনা দামে ঔষধ বিক্রির ঘোষণা

ডেস্ক রিপোর্ট :: পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুজন ক্ষুদ্র ব্যবসায়ীর চমৎকার অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

কয়কটি মুসলিম দেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কমিয়ে দেয় আর বাংলাদেশের ব্যবসায়ীরা বাড়িয়ে দেয়- এই অপবাদ ঘোচাতে তাদের এই অসামান্য উদ্যোগ।

উপজেলার পূর্ব বালিথুবার সানকি সাইর বাজারের মায়ের দোয়া ফার্মেসির মালিক মোস্তফা কামাল ঘোষণা করেছেন রমজান মাসে ক্রেতার কাছে সকল ঔষধ কেনা দামে বিক্রি করবেন।

অন্যদিকে পৌরসভার মধ্য চরকুমিরা মহিলা মাদ্রাসা সংলগ্ন মুদি ব্যবসায়ী শাহআলম মাল তার শাহআলম স্টোরে বিশেষ অফার দিয়েছেন ইফতার সামগ্রীর বেচাকেনার ওপর। দোকানের সামনে একটি ফেস্টুন ঝুলিয়ে সেখানে লিখেছেন: ‘বিশেষ অফার!

ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, খেজুর ইত্যাদি ১ টাকা লাভে বিক্রি করা হবে।’ রমজান উপলক্ষে তাদের মতো দুজন ক্ষুদ্র ব্যবসায়ী যেই অসামান্য মহৎ উদ্যোগ নিয়েছেন, তাতে খুশি হয়েছেন এলাকাবাসী।

১ টাকা লাভে ইফতারসামগ্রী বিক্রি করার বিষয়টি যাচাই করতে সরেজমিনে শাহআলম মালের দোকানে গেলে এর সত্যতা পাওয়া যায়। তিনি জানান, ফেব্রুয়ারির ২৬ তারিখ থেকে তিনি এই বিশেষ অফার ঘোষণা করেছিলেন এবং সেদিন থেকেই বিক্রি শুরু করেছেন।

এর ধারাবাহিকতা থাকবে রমজানের শেষদিন পর্যন্ত। তিনি আরও জানালেন, আগের চাইতে বেচাবিক্রি বেড়েছে। এলাকার মানুষজন ছাড়াও দেশ-বিদেশের অন্যান্য ক্রেতারা পণ্য অর্ডার করছেন। তিনি সওয়াবের উদ্দেশ্য এটি করছেন বলে জানিয়েছেন।

এদিকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অফিস এসিস্ট্যান্ট বালিথুবা পূর্ব সানকি সাইর মায়ের দোয়া ফার্মেসির গোলাম মোস্তফা জানিয়েছেন, তিনিও রমজানের প্রথমদিন থেকে চাঁনরাত পর্যন্ত ক্রয়মূল্যে সকল প্রকার ঔষধ বিক্রি করবেন।

অসহায় রোগী ছাড়াও সকলের জন্য রমজানে এই কাজটি করতে পারবেন বলে তিনি খুবই আনন্দিত। নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে এবং ফটোকপি করে বিভিন্ন দোকানে সেঁটে এই বিষয়টি প্রচার করেছেন গোলাম মোস্তফা।

ক্রেতারাও মুদি ও ঔষধ ব্যবসায়ীদের প্রসঙ্গে বলেন, নিয়মিত বাজারদর থেকে পণ্যের দাম কম পাওয়া যাচ্ছে। আমরা আমাদের ইফতার সামগ্রী ও ঔষধ নির্দিষ্ট এই দুটি দোকান থেকেই কিনব বলে আশা করছি। তাদের এই উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ