jagannathpurpotrika-latest news

আজ, , ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিশ্বম্ভরপুরে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী দিলীপ কুমার বর্মণের সমর্থনে বিশাল সমাবেশ «» শুধু গণিতেই ফেল ১ লাখ ৬৬ হাজার পরীক্ষার্থী : সিলেটে ৬.৩৯ % «» ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা «» কলেজে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা «» ইউপি চেয়ারম্যান কারাগারে «» জগন্নাথপুরে হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ «» জগন্নাথপুরে টাকা ধার দিয়ে বিপাকে, মামলায় হয়রানি «» এসএসসিতে ফেল করায় তিনজনের বিষপান, কিশোরীর মৃত্যু «» জগন্নাথপুরে এসএসসি ফলাফলে পিছিয়ে, মাদ্রাসার ফলাফল সন্তোষজনক «» সিলেট বোর্ডে পাসের হার ৭৩.৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫,৪৭১ জন



এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ডেস্ক রিপোর্ট :: চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ‘সোনালী সেবার’ মাধ্যমে ৬ মে পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৭ মে থেকে শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি ১৩ মে পর্যন্ত পরিশোধ করা যাবে।

এবার বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের দুই হাজার ৬৮০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য দুই হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফির সাথে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়প্রতি আরো ১৪০ টাকা যোগ করা হবে।

 

এ ছাড়া পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ পত্রপ্রতি ১১০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেয়া হবে।

 

অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ এবং রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিলম্ব ফি ১০০ টাকা।

কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্রপ্রতি ২৫ টাকা দিতে হবে। আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি দিতে ২০ টাকা।

উল্লেখ্য, ১৬ এপ্রিল এইচএসসি ও সমমসনের পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। এই কার্যক্রম ২৫ এপ্রিল পর্যন্ত কার্যকর করার সময়সূচি ছিল। বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করার সুযোগ ছিল ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ