নিজস্ব প্রতিবেদক :: গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) ওইকবাল হোসেন (৪৫) নামে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) কুর্শি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং কুর্শি গ্রামের মৃত তরিক আহমেদের ছেলে। অপরদিকে ইকবাল হোসেন (৪৫) আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের জিহাদিপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।