আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট :: সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বয়কট ঘোষণা দিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে গোয়াইঘাট উপজেলার সালুটিকর বাজারে স্থানীয় লোকজন মশাল মিছিল করে বয়কটের ঘোষণা দেন।

এসময় মিছিলকারীরা বলেন, ‘সিলেট-৪ আসনের লোকজন সবসময় নিজেদের মধ্য থেকে সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ থেকে বঞ্চিত। রাজনৈতিক দলগুলো সবসময় বহিরাগত নেতাদের এনে এই আসনে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করায়। এতে নির্বাচিত সংসদ সদস্যরা এলাকার প্রতি আন্তরিক থাকেন না। ফলে সিলেট-৪ আসন সবসময় উন্নয়ন বঞ্চিত থেকেছে।’

তারা আরও জানান, বিএনপি আরিফুল হক চৌধুরীকে এ আসনে মনোনয়ন দিলেও তারা চান স্থানীয় কোন নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করুন। স্থানীয় জনসাধারণের মতামতকে উপেক্ষা করে প্রার্থী দিলে এর ফলাফল ইতিবাচক হবে না। তাই আরিফুল হক চৌধুরীকে তারা বয়কট করবেন।

এ আসনে স্থানীয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী। এছাড়াও মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনসহ কয়েকজন নেতা বিএনপির হাইকমান্ডের কাছে মনোনয়ন চেয়ে আসছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ