নিজস্ব প্রতিবেদক :: সারা দেশের ন্যায় পরিবার পরিকল্পনা অধিদফতরের মাঠপর্যায়ের তিন শ্রেণির কর্মচারী —পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারী (FWA)—প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে টানা ৩য় দিনের মতো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বিগত ০২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল থেকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত চলা এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা নতুন নিয়োগবিধির অপেক্ষায় থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় ভুগছে। এর ফলে পদোন্নতি, বেতন কাঠামো, কর্মপরিধি ও পেশাগত উন্নয়নে স্থবিরতা তৈরি হয়েছে। তারা জানান, মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা সত্ত্বেও তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।
অংশগ্রহণকারীরা আরও বলেন, পরিবার পরিকল্পনা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব কর্মীদের সার্ভিস স্ট্রাকচার আপডেট না হওয়ায় কর্মপরিবেশ ও মনোবল দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত নিয়োগবিধি গেজেট প্রকাশ, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং কাঠামোগত অসামঞ্জস্য দূর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচিতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।
তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
কর্মসূচির শেষে নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে পরিবার পরিকল্পনা সেবার মান বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়।










