ডেস্ক রিপোর্ট :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু, কোন নারী শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেন নি। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শাকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেন এসব শিক্ষার্থী। মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম। তিনি জানান, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।কেন্দ্রীয় সংসদে ২৬ জন এবং হল সংসদের জন্য ২০ জন। প্রত্যেকেই ছেলে শিক্ষার্থী। কেন্দ্রীয় শিক্ষার্থীদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী বছরের ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।


সিলেটে প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নারী প্রার্থী নেই
৩ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন|
পোস্টটি ১১০ বার পড়া হয়েছে








