আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর ও সদর উপজেলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ..রাজিউন। সোমবার (১লা ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যূকালে তিনি স্ত্রী ও ৪ কন্যাসহ দেশবিদেশে অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য আলহাজ্ব এ.লতিফ জেপি ১৯৫১ ইং সনের ২রা সেপ্টেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে জন্মগ্রহন করেন। আলহাজ্ব তাহির মিয়া তার পিতা। বৃহত্তর যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা ছাড়াও,ভয়েজ ফর জাস্টিস বার্মিংহাম এর আহবায়ক এবং একাধারে ১৫ বছর যাবৎ বার্র্মিংহাম বিএনপির সভাপতি, ২০ বছর যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বপালন করেন। ১৯৯১ ইং হতে যুক্তরাজ্য বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই যুক্তরাজ্যে অবস্থান করার পাশাপাশি মানচেষ্টার সেলফুড পলিটেকনিক কলেজে অধ্যয়ন করেন। একাধারে ১২ বছর বার্মিংহাম ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এ সময় সাভার ডিজাস্টার ফান্ড বার্মিংহাম শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবারকে নগদ ২ লক্ষ টাকা হারে অনুদান প্রদান করেন। এর পূর্বে গুজরাট ডিজাস্টার ফান্ড বার্মিংহাম এর আহবায়ক হিসেবে ভারতের গুজরাটে ক্ষতিগ্রস্থদের পূণর্বাসনে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। বার্মিংহাম ডিজাস্টার ফার্মের উদ্যোগে দিরাই-শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ১৫০টি বাড়ি করে দেন। তিনি যুক্তরাজ্যস্থ দিরাই সমিতি ইউকের সভাপতি,ক্যাটারিং এসোসিয়েশন ইউকে এর সহ-সভাপতি, সুনামগঞ্জ সমিতি ইউকে এর সিনিয়র সহ-সভাপতি, রোটারিয়ান ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সদস্য,বাংলাদেশ ফিমেইল একাডেমী বিএফএর প্রতিষ্ঠাতা সদস্য,দিরাই কলেজ ও সুনামগঞ্জ মহিলা কলেজ এর দাতা সদস্য হিসাবে এলাকার শিক্ষা বিস্তারে ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করেন। আলহাজ্ব এ.লতিফ জেপি ১৯৯৭ সালে জেনেভা কনফারেন্সে এবং ১৯৯৯ সালে জাতিসঙ্গের মানবাধিকার বিষয়ক সভায় বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করেন। আওয়ামী আমলের ১৬ বছরে বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি ও অবস্থান তুলে ধরতেন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানদের কাছে। সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার শীতার্ত মানুষের মধ্যে বিভিন্ন সময়ে লক্ষাাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন। এলাকার মন্দির মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সাধ্যমতো প্রচেষ্ঠা চালিয়ে যান তিনি। ২০১৩ সালের ২৮ জুন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন সমাজসেবক হিসেবে তাকে মাদার তেরেসা গোল্ড মেডেল পদকে ভূষিত করে। সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাকে পদক প্রদান করেন। সুনামগঞ্জ শহরের মোক্তারপাড়া আবাসিক এলাকায় লন্ডনপ্লাজা নামে মার্কেটসহ একটি বহুতল ভবণ নির্মাণ কাজ সম্পাদন করার পাশাপাশি গত ১৫ বছর ধরে নির্বাচনী এলাকায় সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় অবদান রাখেন। তিনি একাদশ দ্বাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন লাভের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালান।
পৃথক পৃথক বিবৃতিতে জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এডভোকেট আব্দুল হক,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক এমপি পদপ্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ,বিএনপি নেতা আবুল মনসুর শওকত,জেলা রেডক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,সহ সভাপতি নুরুল ইসলাম সাজু, প্রবাসী বিএনপি নেতা এম কয়ছর আহমদ,জননেতা নাদীর আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা ফারুক আহমদ,ব্যারিস্টার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী,প্রাক্তন সংসদ সদস্য ও সাবেক বিচারপতি জননেতা মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি,সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,জেলা কৃষক দলের আহবায়ক জননেতা আনিসুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কামরুল, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান ও সাবেক এমপি নজীর হোসেনের সহধর্মীনি সালমা নজীর,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি জননেতা সেলিম উদ্দিন আহমদসহ বিএনপি,যুবদল ও ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি নেতা আব্দুল লতিফ জেপির আকস্মিক মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।










