আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সুনামগঞ্জে প্রথমবারে যাত্রা শুরু করেছে পরিবেশ বান্ধব অটো ব্রিকস ফিল্ড

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শরীফপুর গ্রামের কুমারপাড়ায় কেবি অটো ব্রিকস লি. নামের এই প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়। রোববার বিকাল ৩টায় এক বিশেষ দোয়ার মাধ্যমে অত্যাধুনি পরিবেশ উপযোগী এই ব্রিকস ফিল্ডের উদ্বোধন করেন দরগাহপুর মাদ্রাসার মুহতামিম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাও. নূরুল ইসলাম খান। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়াও পরিচালনা করেন তিনি। পরে আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্ন ভোজ করানো হয়। ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষ জানান, পরিবেশ বান্ধব একটি ব্রিকস ফিল্ড হিসেবে সুনামগঞ্জে এটিই প্রথম। উন্নত মানের ইট তৈরি করতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। দেশের বিভিন্ন অঞ্চলের ইটের মানের চেয়ে এই ইটের মান ভালো থাকবে। এই ফ্যাক্টরীর ওয়েস্ট বা বর্জ্য প্রায় শূন্য। বাতাসে কার্বন নির্গমন হয় মাত্র ৫ থেকে ৭ শতাংশ। ইটের মানও খুব ভাল থাকবে। পরিবহণ ব্যবস্থা ভালো। পাশাপাশি প্রতিষ্ঠানটি সূলভ মূল্য ইট বিক্রি করবে। বাংলাদেশের পরিবেশকে ঠিক রেখে উন্নয়নের অংশ হতে চান প্রতিষ্ঠানটির কতৃপক্ষ। উদ্বোধনের পর কেবি অটো ব্রিকস ফিল্ড লি. প্রতিষ্ঠাতা সায়েদ আলী মাহবুব হোসেনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কেবি অটো ব্রিকস লি.-এর চেয়ারম্যান শাহানারা আলী, ভাইস চেয়ারম্যান রুহুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর রেজুয়ানা ইমা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমদ, অপারেশন এন্ড প্রোডাকশন ডিরেক্টর রায়েছ মিয়া, সেল্স ডিরেক্টর মো. ইউনুস আলী, আমির হোসেন জুনেদ, ফাইনান্স ডিরেক্টর জসিম উদ্দিন, ডিরেক্টর তফজ্জুল ইসলাম, আনোয়ার হোসেন ও ফৌজিয়া খানম। এসময় রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীগণ ও  প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ