ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেছিবাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দণ্ডিত করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটকৃতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা থানার ইসলামপুর (সরিষাকান্দা) গ্রামের জুলহাস মিয়ার ছেলে মনির হোসেন (২৫), জামালঞ্জ থানার জনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জালাল উদ্দিন (৩১), ধর্মপাশা থানার শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে দিদার মিয়া (২৯), ধর্মপাশা থানার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩০), কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের সের আলী মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৭)। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীদেরকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।


জগন্নাথপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে গ্রেফতার- ৫
২৭ নভেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ন|
পোস্টটি ১৫২ বার পড়া হয়েছে








