জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান
- Update Time : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":17844,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান সম্পন্ন। জগন্নাথপুর পৌরসভার ৫ নং ও ৬ নং ওয়ার্ডের বেশকিছু লোক বিভিন্ন দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে একটি অভিজাত রেস্টুরেন্টে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামায়াতের জগন্নাথপুর ইউনিটের সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে ও পৌর জামায়াতের টিম সদস্য মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মো: কবীর উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, ইউকে প্রবাসী ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, পেশাজীবি জামায়াতের রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, পৌর জামায়াতের সহ-সভাপতি আতিকুর রহমান, পেশাজীবি পৌর শাখার সহ-সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, পেশাজীবি উপজেলা সহকারী সেক্রেটারি সামছুল আবেদীন সুমন, হবিবপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফাহিম আহমদ, শ্রমিককল্যাণের উপজেলা সহকারী সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।






















