আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জননী : এম এ আসকর

স্বপ্নপুরে লুকিয়ে আছো
মা-গো অনেক দূরে,
ভোরের পাখি হয়ে ওমা
ডাকছো করুণ সুরে।

 

নিশিত রাতে প্রদীপ তুমি
প্রখর রোদে ছায়া,
কষ্টে আমার সুখ তুমি
দিতে কত মায়া!

 

হাড় কাঁপানো শীতে তুমি
ছিলে গায়ের চাদর,
তোমার কাছে ও জননী
ছিল কত আদর!

 

মরুর বুকে পানির অভাব
তুমি ঠাণ্ডা জল,
বিপদ কালে ও জননী
তুৃমি আমার মনোবল।

 

জানিনা, জননী কেমন আছেন?
ওগো আল্লাহ দয়াময়,
তোমার দয়ায় ধন্য কর
মায়ের কবর সুখময়।

 

কবি- গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ
০১৭১১-৭০০৫২৯

এখানে ক্লিক করে শেয়ার করুণ