বান্দা যতবার বলে, “আল্লাহুম্মাগফিরলি”,
আকাশ কাঁপে, রহমতে নূরে পাপ হয় বলি।
আল্লাহ বলেন, “হে প্রিয় আমি করি সৃষ্টি
তোর ডাকে সাড়া দেই, রহমতের দেই বৃষ্টি।
পাপ যতই হোক, দরজা দ্বার খোলা তওবার,
গাফফার ভুলে না বান্দার আহ্বান কোনবার।
চোখে অশ্রু, মনে লাজ এটাই তোর জবান,
মাফ করে দেন রব, যিনি দয়া অসীম মহান।
নাম ধরে বলে ফিরে আয়, ডাকেন রব
রহমতের আলিঙ্গনে মুছে যায় কলরব।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাইল: 01712-745419










