আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





পুঁটি মাছের প্রাণ : এম এ আসকর

পুঁটি মাছের লাফ বেশী
কইয়া মাছের গাই,
ঐ ডুবাতে ঝাপ দিওনা
তলানিতে নাই।

 

চড়ুই পাখি নাচে বেশী
ফইরোলুটি পাতলা,
কম পানিতে ছোট মাছ
থাকেনা রুই কাতলা।

 

ঈগল পাখি শান্ত বেশী
কাকের শূধু নাচ,
একটু সময় নিরব বসেনা
বদলায় শুধু গাছ।

 

খালি কলসি বাজে বেশী
ভরা কলসি শান্ত,
টুনটুনিতে নাচন বেশী
সদা থাকে অশান্ত।

 

স্বর্ণলতা ছড়ায় বেশী
শিকড় যে তার নাই،
একটুখানি বাড়লে বেশী
হবেনা তার ঠাঁই।

 

কবি- গ্রাম: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ
০১৭১১-৭০০৫২৯

এখানে ক্লিক করে শেয়ার করুণ