নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সুনামগঞ্জ জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা ও সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়ে ও নাতী-নাতনী সহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার ৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্দ্ধক্যজনিত রোগে ভোগছিলেন। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় মরহুমের সাবেক কর্মস্থল সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর নিজ এলাকার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা শেষে উজানীগাঁওস্থ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় জানাজার নামাজে উপস্থিত ছিলেন, মরহুমের সহপাঠী সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদ, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, বর্তমান চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহ শিক্ষক আবু ইছহাক, আলীমুল ইসলাম, এরশাদ আলী, মাস্টার নজিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ আহমেদ, আমিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল গফফার সঞ্জু, খুশিদ মিয়া, মুজিবুর রহমান, মরহুমের ছেলে সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক এপিপি আজিজুর রউফ বিপ্লব, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রউফ দুর্লভ, মিজানুর রউফ সুলভ, ব্যাংক কর্মকর্তা মতিউর রউফ চয়ন, মিছবাউর রউফ জীবন, শান্তিগঞ্জ প্রেসক্লাবে সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আবু নুর মোহাম্মদ নুরুল আজিজ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান ধনু, আওয়ামী লীগ নেতা রাজা মিয়া, উপজেলা খেলাফত মজলিস সহ সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাও. এনামুল হক, ইউপি সচিব আলী হোসেন, ইউপি সদস্য আশিক মিয়া, সাবেক ইউপি সদস্য মছকু মিয়া, মাস্টার ফুল মিয়া, মুহিবুর রহমান সহ প্রমূখ।