আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা «» প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা «» খালেদা জিয়ার সাথে ৩ ছাত্র উপদেষ্টার কুশল বিনিময় «» ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার «» মাদ্রাসা অঙ্গনে পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী ২৫০ জন শিক্ষকের সংবর্ধনা «» জগন্নাথপুরে পরীক্ষায় ফেল করায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা «» জগন্নাথপুরে চুরির মামলার পলাতক আসামি গ্রেফতার «» জগন্নাথপুরে এমএ মান্নানসহ আ.লীগের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা «» নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন «» ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ডে, আদালতে জুতা ও ডিম নিক্ষেপ





ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :: ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আপন চাচিকে হত্যার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম ইমরান খান আকাশ (২৬)। রোববার (৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর যুব সমাজের উদ্যোগে মানববন্ধনে ইমরান খান আকাশকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুব ইউনিয়ননের আবদুল্লাহপুর হাসপাতালের টেক এলাকায় ওই ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নারী মারা যান। ইমরান খান আকাশ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ওয়ার্ড সহসভাপতি। জানা যায়, দীর্ঘ আট মাস আগে তিন কন্যার জননী নিহত তাজনাহার বেগমের (৪৬) স্বামী আলমগীর খান মারা যান। নিহত তাজনাহার বেগম অভিযুক্ত ইমরান খান আকাশের আপন চাচি হন। গত বুধবার (৩০ অক্টোবর) রাতে অভিযুক্ত আকাশ তার সহযোগীদের নিয়ে তাজনাহারকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, স্বামীহারা তাজনাহারকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার ইমরান খান আকাশ গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ওই নারীর আত্মা শান্তি পাবে না। এছাড়া সন্ত্রাসী আকাশকে গ্রেপ্তার না করলে তিনি তাজনাহারের তিন এতিম শিশুকন্যার ক্ষতি করতে পারে। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, তাজনাহার আহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এখন তার মৃত্যুতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এলাকাবাসীর প্রতিবাদের বিষয়টি শুনেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন, সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরনসহ এলাকার লোকজন ও নিহতের তিন মেয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ