আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা «» প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা «» খালেদা জিয়ার সাথে ৩ ছাত্র উপদেষ্টার কুশল বিনিময় «» ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার «» মাদ্রাসা অঙ্গনে পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী ২৫০ জন শিক্ষকের সংবর্ধনা «» জগন্নাথপুরে পরীক্ষায় ফেল করায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা «» জগন্নাথপুরে চুরির মামলার পলাতক আসামি গ্রেফতার «» জগন্নাথপুরে এমএ মান্নানসহ আ.লীগের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা «» নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন «» ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ডে, আদালতে জুতা ও ডিম নিক্ষেপ





চুরি করা শিশুসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুরে চুরি করা শিশুসহ এক নারীকে আটক করেছে এলাকাবাসী। আটক নারীর নাম আকলিমা বেগম। চুরির বিষয়ে জানতে চাওয়া হলে এলাকাবাসীকে তিনি জানিয়েছেন, ‘আমার বাচ্চা ভালো লাগে, তাই চুরি করেছি।’তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে দুই থেকে তিন বছরের একটি বাচ্চাকে ওই নারীর কোলে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে আটক করা হয়। বাচ্চার বিষয়ে জানতে সবাই চাপ দিতে থাকে। পরে ঘটনার সত্যতা প্রকাশ করে তিনি জানান, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে বাচ্চাটি চুরি করে এনেছেন। ওই নারী বলেন, আমার বাচ্চা ভালো লাগে। আমার বাচ্চা নেই। এজন্য চুরি করে নিয়ে এসেছি। তবে, এখন তার মধ্যে অপরাধবোধ কাজ করছে। এখন বাচ্চাটিকে ফেরত দিতে চান।এদিকে সুনামগঞ্জের দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই বাচ্চা নিখোঁজের কোনো ডায়েরি আমাদের থানায় হয়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখছি। মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাচ্চাটিকে তাদের প্রকৃত বাবা-মার কাছে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ বাচ্চাটিকে চিনে থাকলে অনতিবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ