জগন্নাথপুরে জমিয়তের জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল
- Update Time : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":26537,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আহস্ট) জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জমিয়তের সভাপতি সৈয়দ ওযায়রুল হকের সভাপতিত্বে জমিয়তের অভিষেক অনুষ্ঠানে জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ দোয়া পরিচালনা করেন। দোয়া পূর্বে আলোচনা সভা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এম শাহিনুর রহমান শাহীনের পরিচালানায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা হোসাইন আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ,

ইউরোপ জমিয়তের সহ-প্রচার সম্পাদক শেখ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান জামি, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত সাধারন সম্পাদক মাওলানা রায়হান বিন আরিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক মারজান আহমেদ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ ৩ আসনে ১২ দলীয় জোট মনোনীত বিএনপি জোটের “ধানের শীষের” মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম জুলাই বিপ্লবে জমিয়তের অবস্থান তুলে ধরেন এবং ১৯৪৭, ১৯৭১, ১৯৯০, ২০১৩ শাপলা চত্বর এবং ২০২৪ পর্যন্ত দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে জমিয়ত কাজ করেছে। আগামীতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়ে জমিয়ত আপোষহীন।



























