নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ধারন বাজারে এলাকাবাসীর উদ্দ্যোগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমান শান্তি মিয়ার সভাপতিত্বে ও মাওলানা ইমাম উদ্দিন ও এনামুল হক কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা কর্মকতা মাওলানা মখছুদ আহমদ চৌধুরী, বিশেষ অথিতি বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের প্রভাষক শাহ শফিকুল আলম মতি, নাজমুল ইসলাম, আবুল হাসনাত, হাজী হাছন আলী, সৎপুর আলিয়া মাদ্রাসার মুহাদিস মাওলানা আব্দুল বাসিত। অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন হাফিজ নিজাম উদ্দিন, বিএন পি নেতা আব্দুল হাই লিপু, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আইন উদ্দিন, শিক্ষক সৈয়দ আশারাকুল ইসলাম জুনেদ। শোক সভায় শেষে দোয়া পরিচালমা করেন মাওলানা মখছুদ আহমদ চৌধুরী।
বক্তারা বলেন এ হত্যাকান্ডের ১১ দিন অতিবাহিত হলে ও এখনো পুলিশ হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। দ্রুত আসামীদের আইনের আনার দাবি জানান তারা।
হান্নান পীর উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র। গত ৩ সেপ্টেম্বর সকালে মধ্যে আপন বোনের হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান বাড়িতে খুন করেছেন সন্ত্রাসীরা।