ডেস্ক রিপোর্ট :: আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দুই ইউপি সদস্য। বুধবার (৯ ই অক্টোবর) সকাল থেকে অত্র ইউনিয়নের মৌখলা ও টাইলা সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন ৯ নং ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড সদস্য সাইদুল ইসলাম সহ অত্র এলাকার সচেতন সমাজকর্মী ও সনাতনী ধর্মীয় মানুষজন। এ সময় মন্ডপ পরিদর্শনকালে পরিষদের দুই ইউপি সদস্য, জামাল উদ্দিন ও সাইদুল ইসলাম বলেন, আগামীকাল থেকে দেশব্যাপী শারদীয় দূর্গা পূজা উদযাপন শুরু হতে যাচ্ছে। পূজাকে সামনে রেখে পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত সকল মন্ডপের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আনসার সদস্যরা প্রতিটা মন্ডপে পৌঁছে গিয়েছে। সেই সাথে প্রতিটা মন্ডপে নিরাপত্তায় সেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা হয়েছে। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার অন্যতম সম্প্রীতর অঞ্চল আমাদের পশ্চিম বীরগাঁও ইউনিয়ন শারদীয়া দূর্গাপূজাকে সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ, আমাদের পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি বৃন্দ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
শান্তিগঞ্জের পল্লীতে দুই ইউপি সদস্যের পূজা মন্ডপ পরিদর্শন
১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন |
পোস্টটি ৮৯ বার পড়া হয়েছে