জগন্নাথপুর বিএনপি নেতা আখলুল করিমকে যুক্তরাজ্যে সংবর্ধনা
- Update Time : ০২:৩৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":3028,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আকলুল করিম যুক্তরাজ্যে আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবীদ মাস্টার আমির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিলদার খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আকলুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা মিসবাহ উজ্জামান সুহেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, বিএনপি নেতা আব্দুল হামিদ খান হেভেন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























