০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত- ১

  • Update Time : ১০:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":329272,"total_drawing_time":667,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":7},"photos_added":5}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ নাসির মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত নাসির মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও- নয়াপাড়া গ্রামের মৃত ওয়াশিত উল্লাহর পুত্র। ঘটনাটি ঘটেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও- নয়াপাড়া গ্রামে। জানা গেছে নোয়াগাঁও- নয়াপাড়া গ্রামের মৃত ওয়াশিত উল্লাহর ছেলে নাসির মিয়া ও একই গ্রামের মৃত আলিম উল্লাহর ছেলে রফু মিয়ার মধ্যে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে রোববার (২৯ জুন) বিকেল ৪টার দিকে বিবাদীদের বসত বাড়ির সামনে রফি মিয়ার লোকজন নাসির মিয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত নাসির মিয়ার আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর থানার এস আই হাদী আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত- ১

Update Time : ১০:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ নাসির মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত নাসির মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও- নয়াপাড়া গ্রামের মৃত ওয়াশিত উল্লাহর পুত্র। ঘটনাটি ঘটেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও- নয়াপাড়া গ্রামে। জানা গেছে নোয়াগাঁও- নয়াপাড়া গ্রামের মৃত ওয়াশিত উল্লাহর ছেলে নাসির মিয়া ও একই গ্রামের মৃত আলিম উল্লাহর ছেলে রফু মিয়ার মধ্যে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে রোববার (২৯ জুন) বিকেল ৪টার দিকে বিবাদীদের বসত বাড়ির সামনে রফি মিয়ার লোকজন নাসির মিয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত নাসির মিয়ার আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর থানার এস আই হাদী আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ