আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





পতিমধ্যে করি তামাশা

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

এই নশ্বর পৃথিবীতে এসেছি একা যাবো একা,
পতিমধ্যে করি তামাশা,
যদি কামাই হয় করা যায় আশা,
জীবনে আসবেনা হতাশা।

ভাই বোন, কন্যা পুত্র করি লালন পালন,
স্বার্থের বেলায় কেহ নেই এটাই প্রতিফলন।

কিংকর্ত্যবিমূঢ় হয়েছি বিভোর,
অতীত হয়ে গেলে অশান্তি হবে না দূর।

ভালো মন্দ বুঝে করি যদি কাজ,
তাতে নাই দূঃখ কষ্ট জীবনে নাই লাজ।

নিজের দিকে খেয়াল নেই অন্যের কাজে ভাগ,
আশার প্রদীপ নিবে গেল কেন কর রাগ।

আশা নিয়ে বেঁচে থাকা এটাই জীবন,
হতাশায় বাসা বাঁধে আশা হয় না পূরণ।

কোকিল ডিম পাড়ে কাঁকের বাসায়,
মানুষ বেঁচে থাকে মানুষের ভালোবাসায়।

কর্তব্য কাজ করে যেতে হয়,
বিনিময় আশা নাহি রয়।

এই নশ্বর পৃথিবীতে যত ভালোবাসা স্বার্থের জন্য,
কেবল মা বাবার ভালোবাসা সুন্দর কোমল ও পূন্য।

লেখকঃ কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ