আজ, , ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





‘সাকিব এখনো আমাদের অধিনায়ক’

ডেস্ক রিপোর্ট :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাকিব আল হাসান। তাই নিউজিল্যান্ড সফরে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল অধিনায়ক হিসাবে নজর কেড়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো তাদের বিপক্ষে ওয়ানডে ও টি ২০ জিতেছে বাংলাদেশ।

 

শুক্রবার গুলশানে এক অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘সাকিব অধিনায়কত্ব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। সাকিবকে দায়িত্ব দেওয়া আছে। সাকিব ইনজুরিতে, যেতে পারেনি। সুস্থ থাকলে নিউজিল্যান্ডে প্রথম পার্ট খেলে চলে আসত। শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দায়িত্ব দিয়েছি। পরবর্তীতে কে অধিনায়ক হবে সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘সাকিব এখনো আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না। তার সঙ্গে আমরা আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানব। জানার পর বুঝতে পারব আগামীতে কে দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব করবে।’

 

এদিকে জালাল ইউনুস জানালেন, বিসিবি মাঠের অভাবে ভুগছে। তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের শক্ত ভিতের জন্য মাঠ খুবই গুরুত্বপূর্ণ। মিরপুরে একাডেমিতে মেয়েরাও অনুশীলন করে, বিপিএলের দলগুলোও অনুশীলন করে, প্রিমিয়ার ডিভিশন করে, জাতীয় দল তো আছেই। একটা মাঠের ওপর এত চাপ। তার মানে, মাঠের অভাব আছে বলেই সেখানে সবাই যাচ্ছে। ঢাকার আশপাশেই দরকার মাঠ, যেখানে খেলতে পারে। বিশেষ করে মেয়েরা। আগামী বছর আমরা কিছু মাঠ রেখে যেতে চাই।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ